এ আর রাকিবুল হাসান,. কুড়িগ্রাম
ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে মনির (৪০)গলায় ফাঁস দিয়ে এক যুবক (৪ জানুয়ারি ) রাত ১২: ৩০ দিকে আত্মহত্যা করেছেন।
মৃত মনির জয়মনিরহাট এলাকার গেন্দু মিয়ার ছেলে ।
এলাকা বাসীর সূত্রে জানা যায়,, মনিরের স্ত্রী ঐ দিন তাকে ছেড়ে বাবার বাসা চলে যায়।মনিরের মানসিক সমস্যার সাথে সাথে পেটের সমস্যাও হয়েছিল। মাঝে মাঝে পেটের ব্যথা প্রচন্ড আকার ধারণ করতো।
জয়মনিরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান , শুনেছিলাম যে তার মানসিক সমস্যা ছিলো ও পেটে ব্যাথা আগে থেকে ছিল । হয়তোবা তার কারণেই সে আত্মহত্যা করতে পারে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান যে, পরিবারের সম্মতিতে মরদেহ দাফনের নির্দেশ দেওেয়া হয়েছে।