ডেস্ক রিপোর্ট।।
দেশটির সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইরাবতি। ঐক্য সরকার জানিয়েছে, দেশটিতে গত বছরের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার সেনা কর্মকর্তা ও সদস্য স্বপক্ষ ত্যাগ করেছে।
নিজ দেশের নাগরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে সেনাবাহিনীর ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। তাদের মধ্যে দেখা দিয়েছে ভেতরগত বিভাজন এবং স্বপক্ষ ত্যাগ। এক সময় তাদের সবুজ উর্দি ছিল ঐক্যের প্রতীক।
গত ফেব্রুয়ারি মাসে কারেন রাজ্যে লে. কর্নেল মায়ো মিন তুন নিজ ব্যাটেলিয়ন ফ্রন্টলাইন ত্যাগ করেছেন। অন্যান্য ব্যাটেলিয়ন কমান্ডাররাও স্বপক্ষ ত্যাগ করেছেন। অন্য দেশে যদি আশ্রয় পায় বা বিরোধী পক্ষ যদি তাদের প্রয়োজনীয় উৎসাহ ভাতা প্রদান করে তাহলে আরো অনেকেই সেনাবাহিনী ত্যাগ করবেন।
সেনাবাহিনীতে থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন ইউনিফর্ম পরে সাধারণ মানুষের মধ্যে বিচরণ করতে গর্ব অনুভব করেন না। কারণ জনগণ জানেন, সেনাবাহিনী নিজ মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। ইরাবতি