ডেস্ক রিপোর্ট।।
ইউক্রেনের কিছু অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর পরই সৈন্য প্রত্যাহার শুরু করে রাশিয়া। রাশিয়া রাজধানী কিয়েভের চারপাশ এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেয়ার কথা বলছে মস্কো ।
রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্দার ফোমিন বলেছেন, তাদের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং আরো সমঝোতার পরিবেশ তৈরি করা। তুরস্কে তিন ঘণ্টা ধরে বৈঠকের পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভুলত কাভুসগলুও বলেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার পর থেকে এবারই উল্লেখযোগ্য রকমের অগ্রগতি ঘটলো। বিবিসি