1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়া ডিগ্রী কলেজমার্কশিট আটকে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত লবণ রপ্তানি ও বায়ুশক্তি: কক্সবাজারের নতুন অর্থনৈতিক সম্ভাবনা রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেলো গৌরীপুরে ২৪ জন গৌরীপুর ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্ম নিবন্ধন জটিলতার অবসান শরণখোলায় বিএনপি নেতার পক্ষে মহিলা দল ও  এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ  অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

বাঘারপাড়া ডিগ্রী কলেজ
মার্কশিট আটকে প্রশংসা পত্র দেওয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৫৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে প্রশংসা পত্র দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা টাকা জমা না দিলে প্রশংসা পত্র ও মার্কশিট আটকে রেখে হয়রানি করছে কলেজ কর্তৃপক্ষ। এমন অভিযোগ ওই কলেজের শিক্ষার্থীদের। এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নিকট।

জানা গেছে, বাঘারপাড়া ডিগ্রি কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে প্রশংসা পত্র বাবদ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টাকা না দিলে দেয়া হচ্ছে না প্রশংসা পত্র। ফলে বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসা পত্র নিতে হচ্ছে তাদের। এরকম বিভিন্ন সময়ে অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় এই কলেজের বিরুদ্ধে ‘অ্যাসাইনমেন্টের নামে বাণিজ্য’ শিরোনামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর টাকা নেয়া বন্ধ হলেও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করা হয়।

সুমন পারভেজ, বাকাবুল হুসাইন রাজা, ইকলাচ হোসেন, আকাশ হোসেন, শরিফ হোসেন, আহাদ, ইকলাজ, খায়রুল, রিয়াদ হোসেন, নাহিদ হোসেন, মাজেদুল ইসলাম সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এ বিষয়ে কথা হয়। তাঁরা জানায়, অনার্সে ভর্তি হওয়ার জন্য মার্কশিট ও প্রশংসা পত্রের প্রয়োজন। কিন্তু প্রশংসা পত্র নিতে গেলে কলেজ কর্তৃপক্ষ ৫০০ টাকা দাবি করে। এটা নাকি কলেজের গভর্নিং বোর্ড কর্তৃক নির্ধারণ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অধ্যক্ষ আব্দুল মতিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাজিব কুমার রায় জানান , বোর্ডে পাঁচশত টাকা প্রশংসা পত্র বাবদ নেওয়ার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি । বিষয়টি আমি দেখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী জানান, অভিযোগ পেয়েছি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সত্যতা পেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews