বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান রবিউল ইসলাম ২০২২- ২০২৩ অর্থ বছরের বাজেট পেশ করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লক্ষ ২৮ হাজার ১শ ১৯ টাকা , ব্যায় ধরা হয়েছে , ১ কোটি ২৬ লক্ষ ৮২ হাজার ২শ ২ টাকা ও উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৫ হাজার ৯শ ১৭ টাকা ।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পরিষদের সচিব ইসমাইল হোসেন , পরিষদের সদস্য রেজাউল ইসলাম, সদর উদ্দিন, বদিউজ্জামান, বাহারুল ইসলাম বাবু, আল আমিন মিনাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।