ডেস্ক রিপোর্ট।।
কাশ্মীরে চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ দেখলেই গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে নুপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভ শুক্রবারের মত শনিবারও ভঙ্গ করল কাশ্মীরের শান্তি। চেনাব উপত্যকায় দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজৌরি এবং পুঞ্চের যে বাসিন্দারা বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে সমর্থন করেছিল, তাদের গ্রেফতারের দাবিতে বনধও পালন হল উপত্যকায়। ইন্ডিয়ান এক্সপ্রেস
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার এবং পার্শ্ববর্তী ডোডা জেলার ভাদেরওয়াহ শহরে লাগাতার কার্ফু চলছে। জারি আছে ১৪৪ ধারা। রামবান এবং ডোডা জেলার অবশিষ্ট অংশেও জারি রয়েছে কার্ফু। দুই সম্প্রদায়ের লোকেরা পরস্পরের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ব্যাহত হয়েছে শান্তি।
তবে, প্রশাসন সতর্ক থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু রাজৌরি সীমান্ত এবং পুঞ্চ জেলার লোকেরা বনধ পালন করেছে। রাজৌরি এলাকায় বনধ ডেকেছিল মুসলিম সংগঠনগুলো। আর পুঞ্চে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা বনধ ডেকেছিলেন।