মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় গাজা সেবনের সময় চার কিশোর কে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে ১৫ দিনের সাজা দিয়ে মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে, সিয়াম হাওলাদার (১৮), নাইম খান (১৮), মোঃ ইব্রাহিম (১৯) ও সাইফুল মোল্লা (২২) । তাদের সবার বাড়ি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে গাজা সেবনের সময় ঐ চার কিশোর কে হাতে নাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী তাদের প্রত্যেক কে ১৫ দিনের সাজা ও ১০০ টাকা করে জরিমানা করেন । মঙ্গলবার সকালে তাদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে ।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী জানান, বয়স বিবেচনায় কিশোর অপরাধী হিসাবে সংশোধনের সুযোগ রেখে প্রথম বারের জন্য লঘু শাস্তি দেয়া হয়েছে ।