1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দেশ ত্যাগ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী লবণ জলে, জীবন জ্বলে শীর্ষক “পানির কথা “অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর কবর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দেশ ত্যাগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২২৩ জন খবরটি পড়েছেন

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ জুলাই) বিকেলে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেছেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, ৯ জুলাইয়ের বিক্ষোভের পর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি জাহাজে থাকা রাজাপাকসে আজ ত্রিবাহিনীর কমান্ডারের সঙ্গে সাক্ষাতের পর দেশ ত্যাগ করেন। তবে তিনি ঠিক কোন দেশে গেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

দিও ইতোমধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোটাবায়া। তিনি আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে খবরে বলা হয়েছে। 

এর আগে গত শনিবার (৯ জুলাই) বিপজ্জনক মোড় নেয় শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ। এর তীব্রতা এতই বেশী ছিল যে, এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে যায়। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিক্ষোভকারীদের প্রবেশের আগেই বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এরপর থেকে এই দুই নেতাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। এই দুই শীর্ষ নেতা কোথায় অবস্থান করছিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। 

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অবস্থান সর্বজনীনভাবে অস্পষ্ট হলেও কর্মকর্তারা সোমবার (১১ জুলাই) আল জাজিরাকে বলেছেন, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বর্তমান ঠিকানা ঘনিষ্ঠভাবে সুরক্ষিত গোপনীয়।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক কুশাল পেরেরা আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্টকে ভূগর্ভস্থ বাঙ্কারের মাধ্যমে একটি নৌ শিবিরে নিয়ে যাওয়ার বিকল্প ছিল। যা গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের রাষ্ট্রপতির সময় নির্মিত করা হয়। 

বিশেষজ্ঞদের ধারণা, ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট গোটাবায়াকে কলম্বো বন্দর দিয়ে নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হতে পারে। পেরারা আরও বলেন, মাহিন্দা রাজাপাকসের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে গানবোটগুলো নৌবাহিনীর ক্যাম্পে প্রস্তুত ছিল। 

তিনি আল জাজিরাকে আরও বলেন, আমার অনুমান গোটাবায়া রাজাপাকসেকে হয়তো আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের মধ্য দিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনীর শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর নৌবাহিনী ও প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীকে নিয়ে গোটাবায়াকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

পেরারা আরও বলেন, কিন্তু আমি আসলে জানি না সেই জাহাজটি বর্তমানে কোথায় আছে। এটি মোটামুটি হিসেব মাত্র। সামরিক সূত্রের বরাত দিয়ে অনেম মিডিয়া জানিয়েছে, গোটাবায়া রাজাপাকসে বর্তমানে সমুদ্রে একটি নৌযানে অবস্থান করছেন। 

গোটাবায়ার ঘনিষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানায়, প্রেসিডেন্ট শ্রীলঙ্কা সীমান্তের কাছে একটি জাহাজে থাকতে পারেন। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews