রাজেশ গৌড়
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কালচারাল একাডেমি হলরুমে এ অনুষ্ঠান হয়।
হলরুমে ঈদ পুনর্মিলনী সভার সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্মের ও বর্ণের মানুষের সম্প্রীতি মেলবন্ধন রয়েছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি চর্চা, রক্ষা ও বিকাশে বর্তমান সরকার নিরন্তর কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে আরো বেশি সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, কাঠমুন্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরু শাহরিয়ার স্বর্গ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুপ্রিমকোর্টর আইনজীবী সজয় চক্রবর্তী প্রমুখ।
ঈদ পুনর্মিলনী সভা শেষে কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মঙ্গলবার সকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।
এ সময় উনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের সুযোগ্য সন্তান ,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং , সাবেক উপজেলার চেয়ারম্যান আবদুল্লাহ হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।