1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শিক্ষাবিদ প্রফেসর ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ : ইলমে দ্বীনের বাতিঘর  - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শিক্ষাবিদ প্রফেসর ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ : ইলমে দ্বীনের বাতিঘর 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৯ জন খবরটি পড়েছেন

জীবন ও কর্ম

বিলাল হোসেন মাহিনী।।

বহুমাত্রিক জ্ঞানের অধিকারী, ইসলামি স্কলার ড. মুহাম্মদ শফিকুল্লাহ্। বাংলাদেশে ইসলামি শিক্ষার ইতিহাসে যে সকল মনীষী অনন্য অবদান রেখেছেন তন্মধ্যে ড. মুহাম্মদ শফিকুল্লাহ্ অন্যতম। তিনি একজন ক্ষণজন্মা পুরুষ।  

শিক্ষক, গবেষক, লেখক ও সুবক্তা হিসেবে তিনি সমধিক পরিচিত। তাঁর জীবন যেমন কর্মময়, তেমনি বৈচিত্র্যময়। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ইসলামি শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। 

রাজশাহী ও ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করে করেছেন আমাদের গর্বিত। আমি নগন্য বিলাল মাহিনী তাঁর ছাত্র হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 

ড. মুহাম্মদ শফিকুল্লাহ্ ১৯৪৭ সালের ১লা মার্চ জন্ম গ্রহণ করেন। ১৯৬০ সালে আলিম, ১৯৬২ সালে ফাযিল,১৯৬৪ সালে কামিল(হাদিস) কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর  ১৯৬৮ সালে এইচএসসি, ১৯৭০ সালে বিএ, ১৯৭২সালে কামিল(তাফসীর) ও ১৯৭৩ সালে কামিল (ফিকাহ্) পাশ করেন।

অতঃপর ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে এমএ,১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এবং ১৯৯০ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

তাঁর কর্মজীবন শুরু হয় সরলিয়া টি এম সিনিয়র মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট হিসেবে। পরে কুড়িগ্রামের সাতদরগাহ্,চট্রগ্রামের ওয়াজেদিয়া, সিলেটের সৎপুর ও বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন। 

তারপর ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ে প্রভাষক, ১৯৭৮ সালে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৮৬ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি, ১৯৯১ সালে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। 

ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ একজন একনিষ্ঠ শিক্ষক, গবেষক ও বহু ভাষাবিদ ছিলেন। তিনি বাংলা, আরবি,উর্দূ, ফার্সি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন। 

হাদীস ও ইসলাম বিষয়ক বহু গ্রন্থ তিনি রচনা করেছেন যেমন—

১.ইমাম তাহাভী’র জীবন ও কর্ম ২.উলূমুল-কুরআন(১ম ও ২য় খন্ড)৩.কুরআন  হাদীসের আলোকে জিন জাতি ও ইবলিশ ৪.সহীহ্ বুখারীর ব্যখ্যা’আওনুল-বারী ৫.ইমাম মুহাম্মদ ইবন ইসমা’ঈল আল- বুখারী(রঃ)ও তার জামি’ ৬.হাদীস শাস্ত্রের ইতিবৃত্ত ৭.আত্-তাকরীর লিত্-তিরমিজি ৮.তাফসির আত্-তাবারী ৯.সূরা ইয়াসিনের তাফসির ১০.সূরা আল-ফাতহের তাফসির ১১.সূরা আর্-রহমানের তাফসির ১২.সূরা আল-ওয়াকি’র তাফসির ১৩.সূরা আন্-নূরের তাফসির ১৪.উসূলুল ফিকাহ্ ১৫.তাফসির চর্চায় মাহমূদ আল-আসূলী(রঃ)-এর অবদান ১৬. জামি’উত-তিরমিযী-এর কিতাবুস সালাত-এর ব্যাখ্যা ১৭.কিয়ামতের নিদর্শন ১৮.বাংলাদেশে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। এছাড়াও আরও অনেক অপ্রকাশিত গ্রন্থ আছে।

তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘ইসলাম শিক্ষা’  বই রচনা করেন, যা ১৯৯৬-২০১২ খ্রি.পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয়।

ড.মুহাম্মদ শফিকুল্লাহ্ ১৫০টির উর্ধ্বে প্রবন্ধ লিখেছেন যা, দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। 

তিনি গবেষণার পাশাপাশি গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করতেন। তাঁর অধীনে রাজশাহী, চট্রগ্রাম ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক, ১৩ জন গবেষক পিএইচডি, ৫ জন এমফিল ও ১৩ জন ছাত্র এমএ থিসিস সম্পন্ন করেন। 

মৌলভী মোবারক উল্লাহ্ ও সাফিয়া খাতুনের পুত্র  প্রফেসর ড.মুহাম্মদ শফিকুল্লাহ্।

যেমন দেখেছি হুজুরকে : 

আমি তাঁর একজন নগন্য ছাত্র হিসেবে দেখেছি, তিনি ছিলেন সদালাপী ও ছাত্রদের অকৃত্রিম বন্ধু। 

হুজুরকে তাঁর পাঠদান জীবনের শেষ দিকে আমরা পেয়েছিলাম। উনি বেশিরভাগ ক্লাস ডিন কমপ্লেক্সে উনার কক্ষে নিতেন। আমরা হুজুরের কিতাব এগিয়ে দিতাম। হুজুরের লেখা কিতাবগুলো খুবই তথ্য সমৃদ্ধ, যার ফলে সেখান থেকে সরাসরি নোট করা যেতো। হুজুরের দোয়া আমাদের চলার পথের সাথী হোক। মহান রবের নিকট মিনতি করছি, তিনি যেনো আমার ওস্তাদ ও শিক্ষা জীবনের রাহবার ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্যারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

২০১১ সালের ২৭ মে তাঁর জীবনাবসান হয়। প্রতিথযশা এই শিক্ষাবিদ ও আলেমে দ্বীন চতরাহাট দাখিল মাদ্রাসার পূর্ব পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews