ডেস্ক রিপোর্ট।।
লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার (২৭ আগস্ট) ত্রিপোলিতে কমপক্ষে ২৩ জন নিহত এবং ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যা নতুন করে একটি রাজনৈতিক সংকট ও নতুন সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছোট গোলাবারুদের আগুন এবং বিস্ফোরণের কারনে রাজধানীর বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
এএফপির একজন সংবাদদাতা বলেন, এই সংঘর্ষে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তার সাথে কয়েক ডজন পোড়া গাড়ি এবং বিল্ডিংয়ে বুলেটের গর্ত বা পুড়ে গেছে। তিনি আরো বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।
ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘর্ষে ২৩ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে। ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে অ্যাম্বুলেন্সগুলি ঐ এলাকায় পৌঁছাতে পারেনি।
উত্তর আফ্রিকার এই দেশটিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসন বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণের জন্য লড়াই করে যাচ্ছেন। এদিকে জাতিসংঘ বেসামরিক জনবহুল এলাকায় নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণকে চলমান সশস্ত্র সংঘর্ষ উল্লেখ করে অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন সহিংসতা বৃদ্ধির ঘটনাকে নিন্দা করে, এছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতি এবং বিবাদমান পক্ষগুলির মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন।আরব নিউজ/আমাদের সময়ডটকম