বাঘারপাড়া প্রতিনিধি।।
খেলধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এ শ্লোগান নিয়ে যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের এগারোখানবাসীর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর, রোববার বিকালে বাকড়ী খেলার মাঠে এপার বাংলা এবং ওপার বাংলার খেলোয়াড়দের মধ্যে একদিনের প্রীতি ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন ভারতের পশ্চিমবাংলার ‘বেঙ্গল ভেটারেন্স ক্লাব’ বনাম বাংলাদেশের নড়াইলের ‘প্রভাতী সংঘ’ । খেলায় এপার বাংলা ১-০ গোলে ওপার বাংলার-কে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলার অনুষ্ঠানে বাবু হিরোক রতন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা রানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, নড়াইল সদর উপজেলার ৭নং শেখহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোলক বিশ্বাস, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আশীষ কুমার বিশ্বাস , তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান টিপু সুলতান। এছাড়াও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এলাকার সামাজিক, রাজনৈতিক, স্থানীয় জনপ্রতিনিধি, সূধীজন সহ সাধারন ফুটবল প্রেমী মানুষ ।