বিলাল মাহিনী, যশোর ।।
সাহিত্য জগতে অনবদ্য সৃষ্টি পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (৭ ই অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন কে রৌপ্য পদক,উক্ত সাহিত্য সংগঠনে সক্রিয় ভুমিকা রাখার জন্য আন্তর্জাতিক সেরা সক্রিয় পদক, ও সেরা কমিটির পদক প্রদান করা হয়। এছাড়াও আমেরিকান কবিতার পক্ষ থেকে সেরা সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানটিতে ২টি অধিবেশনে বিভক্ত করা হয়,১ম অধিবেশন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২য় অধিবেশন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১ম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দিন স্টালিন মহোদয়। ১ম অধিবেশনের উদ্বোধন করেন কবি,পরিবেশ বিজ্ঞানী ও বিশ্ব ব্যাংক কনসালটেন্ট জনাব, জাহাঙ্গীর আলম রুস্তম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার ও বাংলা একাডেমির আজীবন সদস্য জনাব আতিক হেলাল সহ আরো অনেকে।
এরপর সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব এ,কে,এম কবির উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের ২য় অধিবেশন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ও রাষ্ট্রদূত(অবঃ) জনাব আমসাআ আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি,গবেষক ও সঙ্গীতজ্ঞ জনাব প্রাকৃতজ শামিমরুমি টীটন। এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও সম্পাদক ‘দৈনিক দেশ জগৎ’ জনাব মাহমুদুল হাসান নিজামী।
২য় অধিবেশনের শুরুতেই জমকালো ভাবে ফিতা কেটে ফুলঝুরি ছিটিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাগ্রত মহানায়ক জনাব শিহাব রিফাত আলম,চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত অষ্টেলিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ।
গুনীজনদের আলোচনার ফাকে কবিতা, ছড়া ও গান পরিবেশন করেন উক্ত সংগঠনের কবি সাহিত্যিকগণ, বিশেষ করে, পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আলোচনার শেষার্ধে বিভিন্ন ক্যাটাগরির উপর কবি সাহিত্যিকদের হাতে তুলে দেয়া হয় স্বর্নপদক,রৌপপদক ও বিশেষ সাহিত্য সম্মাননা। সর্বশেষ পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব এ কে এম কবির উদ্দীন মহোদয় তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।