তারিম আহমেদ ইমন।
বাংলাদেশ সরকার কর্তৃক ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের পাট শিল্প খাতে ৩য় আয়কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছে রোমান জুট মিলস লিমিটেড। গত ২৮ ডিসেম্বর সকালে ঢাকা-অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর বিভাগের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।
দেশে এবছর সর্বোচ্চ করদাতা ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে অভয়নগরের রোমান জুট মিলস লিমিটেড ৩য় আয়কর প্রদানকারী নির্বাচিত হওয়ায় রোমান জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোহাম্মদ আলী ও পরিচালক মো রাকিবুল ইসলামের হাতে ট্যাক্স কার্ড সম্মাননা পত্র তুলে দেন রাজস্ব বোর্ড আয়কর অনুবিভাগ।
রোমান জুট মিলস লিমিটেড সেরা কোয়ালিটি, ম্যানেজমেন্ট এবং সর্বোচ্চ করদাতা হিসেবে পরিচিতি পাওয়াতে পাট শিল্পে অগ্রণী ভূমিকা রাখাসহ বৈদেশিক মুদ্রা অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন,প্রতিষ্ঠানটির পরিচালক মো. রাকিবুল ইসলাম।