শালিখা (মাগুরা) মাগুরা প্রতিনিধি।
মাগুরা শালিখার সীমাখালীস্থ আল আমিন প্লাইউড মিলে গত ৬ ফেব্রুয়ারী ভোর রাত আনুমানিক পনে ৪ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
আগুনে মিলে রক্ষিত তিন হাজার সেফটি মেহগুনি সাইজ কাঠ, ৫০০ সেফটি বারমাটিক, মেকিংডোর ১০০ পিস, মেশিনারী, সেড, ইলেক্ট্রিক্যাল যন্তপাতি সহ বিভিন্ন সামগ্রী পুুড়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে আড়পাড়া থেকে ফায়ার সার্ভিস এর একটি টিম এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে আনুমানিক ১ কোট ২৪ লক্ষ ৭ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
এই ব্যাপারে শালিখা থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
এদিকে মিলের শুরু থেকে প্রতি বছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির পিছনের রহস্য খতিয়ে দেখে সরষের ভিতরের ভুত বের করা দরকার বলে এলাকাবাসি মন্তব্য করছেন।