1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তার পানি বিপৎসীমার উপরে, ফের বন্যার আশঙ্কা সাতক্ষীরা – ৩ ও ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের সংবাদ সম্মেলন সামরিক ও দলীয় প্রভাবে ইসি কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শাহবাগে ছাত্রদলের সমাবেশে রাকিবুল: ছাত্রদলকে রুখতে পারবে না কেউ ইসলামে বন্ধুর মর্যাদা ও সঠিক বন্ধু নির্বাচনের গুরুত্ব কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই বিচার পরিচালিত হবে: তাজুল এনসিপির সমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন সারজিস মার্চ ফর জাস্টিস অংশ নেয়া  শিক্ষকদের প্রত্যাশা ও প্রাপ্তি ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ১০০ আসন চূড়ান্ত, ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী দেড় হাজার

শ্যামনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হুদা রিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আইয়ুব ডলি নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস) প্রতীক ৪৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ১৯৫ ভোট, অপর প্রার্থী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২৮৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগনেতা শেখ নাজমুল হুদা রিপন (টিউবওয়েল) প্রতীক ১৯ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন লিটন (মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৮৭২ ভোট, অনন্য প্রার্থীরা বাংলাদেশ মাতুয়া মহাসঙ্ঘের সাতক্ষীরা জেলা সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি টিয়া (পাখি) প্রতীক নিয়ে ১৭ হাজার ৯২১ ভোট , শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চন্দ্র মন্ডল (চশমা) প্রতীক নিয়ে ১৩ হাজার ২৩৪ ভোট, মোঃ রেজাউল করিম (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৮ হাজার ৬০৩ ভোট, বিধান কুমার জোয়ারদার (উড়োজাহাজ) প্রতীক ৬ হাজার ১১৪ ভোট, মোঃ সিকান্দার আবু জাফর (বই) প্রতীক ভোট ৩ হাজার ৯২৬ ভোট ও সুকন্ঠ আউলিয়া (তালা চাবি) প্রতীক ১ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি (হাঁস) প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচত হয়েছেন। এবং তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি প্রতিমা রানী হালদার (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭২৬ ভোট ।

সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪ হাজার ৬৯২ । মোট বৈধ্য ভোটের সংখ্যা ৯২ হাজার ৩৪৯। বাতিল কৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৯৩।প্রদত্ত ভোটের শতকরা হার ৩২.৮১% শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানান।

শ্যামনগর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের ১৬টি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। আর বাকি কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হয় ব্যালট পেপার। শ্যামনগর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রায় ২ ঘণ্টা তেমন কোনো ভোটারকে কেন্দ্রে আসতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

ভোটের দিন সকালে শ্যামনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। দেখা গেছে, নারী-পুরুষের পাশাপাশি তরুণ ভোটাররাও ভোট দিতে ভিড় করেন ভোটকেন্দ্রে। ভোটাররা জানান, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে তারা আনন্দে ভোট দিতে এসেছেন। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিবেন তারা। কৌশিক নামের এক তরুণ বলেন, সবাই একসঙ্গে ভোট দিতে এসেছি। প্রথমবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পরে খুব ভালো লাগছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews