বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, পাঁচ আগষ্টের পরে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। বিগত সময়ে যে রকম জী, হুজুর, চাপিয়ে দেওয়া কোন মতামত সিদ্ধান্ত বাস্তবায়ন, সেটা কিন্তু জনগনের পক্ষে যায় নাই। সেটা বৈষম্য তৈরি করেছে।
জেলা প্রশাসক সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদী মনোভাব পরিহার করতে হবে। বিগত সময়ে যা হয়েছে ভূলে যান। উন্নয়ন অগ্রগতি মানুষ যেটা প্রত্যাশা করে সেটা না হলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।প্রযুক্তি ভিত্তিক কৃষি আগামী দিনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার তিন দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমানতদার হিসাবে আমার দায়িত্ব পালন করবো।
কৃষি সম্প্রসারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ডক্টর সুশান্ত তরফদার। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, সহকারি কমিশনার (ভ‚মি) ইউসুফ মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, যশোর কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা,উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার (ভারপ্রাপ্ত) প্রমুখ।
মেলায় ১১ টি ষ্টলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকের উৎপাদিত ফসল ও প্রযুক্তি প্রদর্শিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, অধ্যক্ষ আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, জামাতে ইসলামী উপজেলা আমীর রফিকুল ইসলাম এবং বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
মতবিনিময় শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় আহত বাঘারপাড়ার ছেলে মিলন হোসেন কে ফুল দিয়ে স্বাগত জানান ও কিছু আর্থিক সাহায্য প্রদান করেন জেলা প্রশাসক।