1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল সহ ৩০৮ আওয়ামীলীগ নেতা-কর্মীর নামে মামলা,আটক ৫ - Bdtelegraph24 | বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান ড. মনিরুজ্জামান মণির সাদপন্থী খুনি সন্ত্রাসী কর্তৃক তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা  নওয়াপাড়া-পদ্মাসেতু দিয়ে ঢাকা রুটে ৪টি ট্রেন চালুর দাবি অভয়নগর স্বেচ্ছাসেবক দলের শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি- টিএস আইয়ুব রাজনৈতিক দলগুলোর বোধদয় কবে হবে ? ফরিদপুরে নির্যাতিত কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,আটক ২ বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল সহ ৩০৮ আওয়ামীলীগ নেতা-কর্মীর নামে মামলা,আটক ৫

বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল সহ ৩০৮ আওয়ামীলীগ নেতা-কর্মীর নামে মামলা,আটক ৫

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২ শেয়ার হয়েছে
বিপুল ফারাজী

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন বিএনপির এক নেতা। এতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রশীদ স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রয়ারী বেলা ৩ টায় ৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় বিএনপি ,যুবদল ,সেচ্ছাসেবক দল কৃষকদলের ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী বিএনপির পদ যাত্রায় অংশ গ্রহনের জন্য বন্দবিলা ইউনিয়নের ভাটারআমতলায় পৌছালে আওয়ামীলীগের নেতা কর্মীরা হাতে দেশীয় অস্ত্র সস্ত্র,লাঠি, হকিস্ট্রিক, ছুরি, চাপতি, রামদা নিয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। এসময় বিএনপি’র নেতাকর্মী রক্তাক্ত জখম হয়। ঘটনার সময় আসামীগন ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ
ঘটায় ।

মামলার অন্য আসামিরা হলেন, লেন্টু রায়, রুবেল, সনজিৎ ন্যাড়ো, রিজভী রেজা, ইউসুফ হোসেন হিটলার, শংকর, মহর আলী/মহর কসাই, সোহাগ হোসেন, হীরা, মোকছেদ আলী, শরীফুল ইসলাম লাদেন, নাজমুল, আজিজুর রহমান, সনজিৎ, তেইম, রিংকু, রফিকুল, অসীম, শরীফুল ইসলাম, ইব্রাহিম, লিটন সরদার, বিলাস ডাক্তার, সন্তোষ, আরিফ, ইসরাইল কাজী, পাঁচো, বৃন্দা, শক্তি ঢালী, রফিক, মাসুদ, নাল্টু, কাশেম জোয়ারদার, জিয়া, মিজানুর, জিকু, শিপন কাজী, জুয়েল, সাকীব, লতা, অন্তীম, মুন্তাজ হোসেন, নরউত্তম, শফিয়ার, তায়েব জোয়ারদার, আক্কাস, সাজ্জাদ, ইসমাঈল, নাজমুল, কাজী রবি, কবির, মশিয়ার, মাছুম রেজা খান, বরুন, মইনুল, ত্রিশংকর, কুনটে,
আকতার, মিন্টু, সুজন সাকিব, বাবলু, টিটো, মিলন, নাজমুল, এনামুল হক, রাজিব, জিয়া, কামরুল, বিপ্লব ঠাকুর, লতিফ, দাউদ মন্ডল, জাকিয়া সুলতানা, মহিদুল, মাহাবুর কাজী, আমানত হোসেন, কামাল হোসেন, রাজু হোসেন, তরুন হোসেন, জামির হোসেন, আকরাম হোসেন, আতিয়ার, ফারুক হোসেন, সালাম হোসেন, শের আলী, জাকির হোসেন, রিয়েল হোসেন, বিল্লাল হোসেন, কবির হোসেন, লিমন হোসেন, সবুর, গুলশান, টোকন শেখ, আজিজুর শেখ,সোহেল শেখ, গোলাম মোস্তফা, নাজমুল শেখ, মোজাহার শেখ, পলাশ, ইউনুচ শেখ, আব্দুল কাদের শেখ, শহিদুল, লিয়ন, তানসেন, তুষার মাষ্টার, নজরুল বিশ্বাস , কালাম হোসেন, মশিয়ার, আলম খাঁ, আতিয়ার, সেলিম রেজা বাদশা, মারুফ, রাতুল, মতলেপ, বকুল, জিল্লুর রহমান, হাফিজুর শেখ, মুস্তাক, রায়হান, শামিম, জামির, মিজানুর, সাইফুল, মফিজ, কামরুল, জসিম আলী, কামরুল, মহাব্বত, হাসনাত, আলমগীর, আজিজ বিশ্বাস, নুর ইসলাম, মুস্তাক, মহাসিন, সুমন, ইমাম, রুবেল, আক্তার হোসেন, আদম, জহির, ইউছুপ আলী, নাহিদ হাসান, মুন্না, বাধন, নুর হোসেন পাটোয়ারী, নাজিম উদ্দিন পাটোয়ারী, ফুল মিয়া পাটেয়ারী, আব্দুর রহমান, কামাল পাটোয়ারী,
ইদ্রিস পাটোয়ারী, রাজ্জাক বিশ্বাস , আবু তাহের পাটোয়ারী, আয়নাল, নাজিম উদ্দিন, রসিদ, করিম, রিজাউল ইসলাম, কাদের, মতি, আবু সাঈদ, কামরুল, মাসুদ রানা, মুনছুর, কায়েম মন্ডল, জসিম হোসেন, সাহেব আলী, আতিয়ার, আবু সাইদ, শামসুর, রঞ্জু, দেলোয়ার হোসেন, সেলিম, রাজু মিয়া, হেলাল, মিরাজ, জাফর মোল্লা, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সিদ্দিক, হারুন, ফিরোজ হোসেন, আমিনুর রহমান, বদর উদ্দিন, আলম, শরিফুল ইসলাম, রয়েল, চঞ্চল,মশিয়ার কাজী, টিপু, আজিম মুহুরী, রুবেল হোসেন, রেজাউল মুন্সী, শাহিন হোসেন, আরমান, মামুন মুন্সী, আব্দুল মান্নান, আলী হায়দার টপি, শ্রী সুনিল, শ্রী সুকুমার, ইমরান হোসেন, শুভ শেখ, মিন্টু চৌধুরী, স্বপন সরকার, আশরাফ আলী, আয়নাল, রাজু আহমেদ, বিশ্বজিৎ শিকদার, ডাক্তার. মিজানুর রহমান খোকন, কালাম সরদার, সোহাগ হোসেন, মাহাবুর রহমান, সাহাবার বিশ্বাস, এনামুল মাষ্টার, রাসেল রানা, রকিদুল ইসলাম, সমির কুমার রায়, নাজমুল মোল্লা, সঞ্জয় কর্মকার, গুরুপদ দত্ত, বিনয় বিশ্বাস, মাসুদ রানা, মিলন পোদ্দার, উজ্জল পোদ্দার, রাশিদুর, আসাদুল,জয়নাল মেম্বার, ময়না, ফসিয়ার, ফজলুর রহমান, মুন মিয়া, রব মুন্সি, রানা, রাব্বি, রিপন মুন্সী, মাহাবুব মুন্সী, আবুল সরকার, বদর, আযাদ মুন্সী, সুবির মজুমদার, সুকান্ত বিশ্বাস,ইমন বিশ্বাস,
আশরাফুল ইসলাম, আমানত, কারী, আলী মন্ডল, তোহিদুল লস্কর, শাহআলম, সেলিম, ইউসুফ মুন্সি, অজিত লস্কর, মহিদুল্ল্যা, রামপাল, আজিজুর রহমান, প্রশান্ত, মাসুম, সুরমান মোল্লা, ছুরোত আলী, ছদর মিনে, বুলবুলি, নুর ইসলাম মেম্বার, আব্দুল করিম, রেজাউল ইসলাম, বকুল মিয়া, মান্নান, বাশার, জাহিদ হোসেন, মমিন মেম্বার, তুহিন,জাহাঙ্গির, শিপন, নাছির বিশ্বাস,শাহজালাল, শেখ মুসা, সবুর, বাদল ফরাজী, বিপুল, আহসান কবির বাবু, প্রিন্স,আতাউল্লাহ সোহান, সজিব, পারভেজ, নাহিদ, মুজাহিদ, আমিনুর, বোরহান, এনামুল, কামরুল, আমিনুর, ইকবাল, রজিবুল, শিমুল, হালিম ডাক্তার, শিয়াবুর, টোকন, রাছেল, জাকির, গোলাম রসুল, কামরুল, জিএম হোসেন, কামরুল ইসলাম, নাজমুল ইসলাম, আরজ আলী।

আসামিরা জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের বাসিন্দা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৩০৮ জনের
নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩৫০ থেকে ৪০০ জন আসামি করা হয়েছে। এর মধ্যে এমামলায়
এজাহার ভুক্ত পাঁচ জনকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
বিল্লাল হোসেন, সেলিম রেজা বাদশা, তানসেন, কবির ও জহিরকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2022
Theme Customized By BreakingNews