স্টাফ রিপোর্টার
ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫: বাংলাদেশ ব্যাংক থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে, জানিয়েছেন ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
গভর্নর মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ইতোমধ্যেই ফেরত আনা হয়েছে। বাকি অর্থ ফিরিয়ে আনার জন্য মামলা চলছে এবং আমরা আশাবাদী, মামলা জিতে বাকী অর্থও ফিরিয়ে আনা সম্ভব হবে।”
তিনি আরও জানান, সুশাসনের উন্নতির ফলে বর্তমানে দেশের অর্থপাচার বন্ধ হয়ে গেছে এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান বিদেশে প্রায় ২০ বিলিয়ন ডলার পাচার করেছে, যা উদ্ধারের জন্য কাজ চলছে। বিদেশি সংস্থাগুলোর সহযোগিতাও পাওয়া যাচ্ছে। অর্থ পাচার বিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সহ অন্যান্য বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে।
রেমিট্যান্স প্রসঙ্গে, গভর্নর জানান, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ায় প্রতি বছর ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। গত ৫ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০০ কোটি ডলার, এবং রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার। তবে, সৌদি আরবের পরিবর্তে দুবাই থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় গভর্নর একে আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান মুদ্রা বিনিময় হার ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।”