1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিয়ে হাহাকার, ভারত-পাক ম্যাচ এক ঘণ্টাতেই শেষ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিয়ে হাহাকার, ভারত-পাক ম্যাচ এক ঘণ্টাতেই শেষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ‘এ’ গ্রুপের সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুধু ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচই নয়, গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এই সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে।

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারলে প্রথম সেমিফাইনালেই খেলবে ভারত। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। অন্যথায় ফাইনাল হবে লাহোরে।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে।

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews