দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে ২৭৪ জন এবং রেঞ্জগুলো থেকে ১০৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর রোববার (৯ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার গাজীপুরে ছাত্রদের ওপর হামলার পর সরকার এই অভিযান শুরু করে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, দেশ স্থিতিশীল রাখতে সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের আটক করা হবে। এই অভিযান চলবে যতক্ষণ না দেশবিরোধীরা শেষ হয়।
‘ডেভিল হান্ট’ শব্দের অর্থ শয়তান শিকার। সরকারের দাবি, এই অভিযানের মাধ্যমে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হচ্ছে।
গত শুক্রবার গাজীপুরে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ছাত্রদের ওপর হামলা হওয়ার পর সরকার এই অভিযান শুরু করে। এই হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ হয়।