বিলাল মাহিনী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা জাতীতে মুসলিম, ভাষায় বাঙালি ও নাগরিক হিসেবে বাংলাদেশী। তাই, আমরা একে অপরের ভাই। আমি কেন আমার ভাইয়ের রক্ত ঝরাবো, কেন খুন করবো?
ট্যাগিং/ ফ্রেমিং এর রাজনীতি বন্ধ হোক, রাজনীতিতে সহাবস্থান তৈরি হোক, আগামির বাংলাদেশ কেমন চাই, তার প্রতিযোগিতা হোক, সেবা, অধিকার ও সাম্যের দিক্ষা হোক সব মত-পথের মানুষের। অতীত নিয়ে কামড়াকামড়ি বন্ধ হোক। সবার অতীতেই কালিমা তথা দাগ আছে, আজ যারা একটা দলকে রাজাকার ও স্বাধীনতা বিরোধী বলছেন, তারা প্রত্যেকেই (আ’লীগ ও বিএনপি) রাজনৈতিক স্বার্থে সেই স্বাধীনতা বিরোধীদের সাথে জোট, ভোট, আন্দোলন ও সরকার গঠন করেছে। সুতরাং দায় আ’লীগ-বিএনপি সবার আছে! আর স্বাধীনতা ও মানবতা বিরোধী লোক আ’লীগ-বিএনপিতেও আছে। তাই প্রত্যাশা- একে অপরের দোষারোপ বন্ধ হোক। সহনশীলতা ও সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব হোক আগামির পথ চলার পাথেও।
জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল বা শিবিরের ব্যনারে একটা মিছিল বা সমাবেশ হইছে কি কোথাও?? হয়নি মানে হতে পারেনি। তখন সবাই নিজেদের পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছিল।
(বি.দ্র. : তখন সবাই পরিচয় গোপন করতে বাধ্য হয়েছিল, কেননা, ছাত্রদল বা শিবির পরিচয়ে / ব্যনারে মিছিল করলে ওপেন গুলি করা বৈ*ধ ছিলো!!)
বিলাল মাহিনী, সদস্য, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।