স্টাফ রিপোর্টার।
ঢাকার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন (৪৩) নামের ওই স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় তিনটি মোটরসাইকেলে করে সাতজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর দুই ঊরু ও অণ্ডকোষের নিচে গুলি লেগেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁর কাছে থাকা স্বর্ণালংকার ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আনোয়ার হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। গতকাল বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
ওসি আতাউর রহমান আরও বলেন, আনোয়ারকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।