ডেস্ক নিউজ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ে চেহারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালুর দাবিতে যশোরে মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, পরিচয় যাচাইয়ে তাদের জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে, যা তাদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।
পর্দানশীন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, গত ১৬ বছর ধরে অনেক পর্দানশীন নারী এনআইডি থেকে বঞ্চিত হয়েছেন এবং শিক্ষাক্ষেত্রেও নানা রকম বৈষম্যের সম্মুখীন হচ্ছেন।
তারা আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য চেহারা ও ছবি মেলানোর পুরনো পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করতে হবে। এছাড়া, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, পরিচয় শনাক্তের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও সামাজিক সংবেদনশীলতা বিবেচনায় আনলে এই সমস্যার সমাধান সম্ভব।