মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।
বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামানের আমন্ত্রণে শরণখোলা-মোরেলগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ) বিকেলে মোরেলগঞ্জের নিজ বাসভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী খায়রুজ্জামান শিপন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের লেখনীর মাধ্যমে জাতি জাগ্রত হয়।
তিনি শরণখোলা ও মোরেলগঞ্জের সাংবাদিকদের পারস্পরিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।” পরে তিনি উপস্থিত সাংবাদিকদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।