দেশের সকল মসজিদে জুমার নামাজের সময়সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এখন থেকে দেশজুড়ে সব মসজিদে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ায় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে, যারা বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তাদের জন্য নামাজের সময় নিয়ে অসুবিধা হচ্ছিল। এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের নির্দেশনায় নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৩ই এপ্রিল ২০২৫) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জুমার দিনের তাৎপর্য তুলে ধরে বলা হয়েছে, জুমার দিন মুসলমানদের জন্য একটি পবিত্র দিন। এই দিনে সবাই যেন একই সময়ে নামাজ আদায় করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগ ও জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।