1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
কোটালীপাড়ায় গভীর রাতে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট: আড়াই লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১ জন! ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা বিএনপির: সিলেটে ফখরুল টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের গাজা যুদ্ধবিরতি আলোচনা অচল: দোহায় কোন অগ্রগতি নেই শেখ হাসিনা-কামালকে অব্যাহতি চাইলেন আইনজীবী; যুক্তি হাসিনা দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ১৬ দোকান, ক্ষতি কোটি টাকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঞ্চগড়ে ছাত্রদলের পদ থেকে ৪ নেতাকে বহিষ্কার পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মারা গেলেন নববধূ, স্বামী আহত দৌলতপুরে বিএনপি কর্মী আজিজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়ায় গভীর রাতে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৮ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধ। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। আনুমানিক রাত ৩টার দিকে বাজারে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় ব্যবসায়ী শহীদ ফকির জানান, তিনি রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাইরে বের হয়ে দেখেন আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ইমরুল মোল্লা, ওমর আলী মৃধা ও শরিফুল ফকিরের মুদি দোকান; সাইদুল শেখ, শহীদ ফকির ও আমিন চৌধুরীর চায়ের দোকান; কামরুল চৌধুরীর ওষুধের দোকান; কপিল বিশ্বাসের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান; গোপাল শীলের সেলুন এবং রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস ঘর।

ব্যবসায়ী সাইদুল শেখ জানান, “আমি ব্যাংক ও এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়ে মুদি দোকান করেছিলাম। আগুনে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব।”

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews