কুমিল্লার বরুড়া ও মুরাদনগর এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চল ও যশোরের শার্শায় পৃথক বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ও সকালে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— বরুড়া পয়ালগচ্ছ গ্রামের ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪), কোরবানপুর গ্রামের কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং নিখীল দেবনাথ (৬০)। এ ঘটনায় সায়মন (৭) নামে এক শিশু আহত হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও পয়ালগচ্ছ গ্রামের ওই দুই স্কুলছাত্র মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময়ে কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষাণী ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ফুলেছা বেগম (৬৫) এবং অষ্টগ্রাম উপজেলার হালালপুর হাওরে ইন্দ্রজীত দাস (৩৬) ও কলমা হাওরে স্বাধীন মিয়া (১৪) নিহত হন।
যশোরের শার্শায় দুপুরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বরুড়া ও বাঙ্গরা বাজার থানার পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আর্থিক সহায়তার ঘোষণা করেছে।