সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান গাছ সহ ৫ জন মৌ খামারীকে আটক করেছে বনবিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন বুড়িগোয়ালিনী গ্রাম থেকে দুটি পিকআপ ৬৫০পিস গরান গাছ সহ তাদেরকে আটক করা হয়। গত শুক্রবার রাত ১০টার সময় মধু খামারীদের মধুর বক্স বহনের পিকআপ গাড়িতে করে কর্তন নিষিদ্ধ গরান গাছ নিয়ে যাওয়া সময় দুই টা পিকআপ গাড়িসহ ৫ জন মৌখামারীকে আটক করে বনবিভাগ ও সিপিজির সদস্য গণ।
আটক কৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কেরামত তরফদারের ছেলে আল আমিন (৩৫), একই গ্রামের সামচুর রহমানের ছেলে মোঃ মনি (২৬), মৃতঃ কছিমুদ্দিন পাজীর ছেলে মীর আলী (৭৫)। এবং আর ২ জন ছাত্র হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বনবিভাগ।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্য গণ তাদের পিকআপ গাড়িতে বহনকৃত কর্তন নিষিদ্ধ গরান গাছসহ তাদের কে আটক করা হয়। ২লাখ টা সিআর করে তাদের ছেড়ে দেওয়া হয়।