বেনাপোল প্রতিনিধি। যশোর-বেনাপোল মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১১ মে) সকালে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে যশোরগামী ধানবোঝাই একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইসমাইল ছিটকে পড়ে গুরুতর আহত হন। বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাভারন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান জানান, তারা হাসপাতালে গিয়ে মরদেহ পেয়েছেন, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “দুর্ঘটনায় নিহত ইসমাইল বেনাপোলের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ধানবোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে।”