1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোটের অধিকার ফেরাতে: প্রধান উপদেষ্টার কাছে বিএনপিসহ তিন দলের দাবি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চাইল মাউশি কুড়িগ্রামে কোমল পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো কোরিয়ান অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ জুলাই আন্দোলন সবার – লন্ডনে দোয়া মাহফিলে তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে দোহা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে বড় ধরনের সূচকের পতন গলায় রশি, বুকে আঘাত: রংপুরে দুই শিশুর মৃত্যু ঘিরে রহস্য গুচ্ছে ফের মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা আজকের নামাজের সময়সূচি: বিভাগ অনুযায়ী সময় জেনে নিন বসুন্ধরার গোপন বৈঠক: মেজর সাদিকুলের স্ত্রী ডিবি হেফাজতে

ভোটের অধিকার ফেরাতে: প্রধান উপদেষ্টার কাছে বিএনপিসহ তিন দলের দাবি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৯ জন খবরটি পড়েছেন

ঢাকা, ২৪ মে: দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের মূল দাবি ও আকাঙ্ক্ষা তুলে ধরেছে।

বিএনপির তিন দাবি: সংস্কার, বিচার ও নির্বাচন

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় চার সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তাদের আলোচনা তিনটি মূল বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে – সংস্কার, বিচার এবং নির্বাচন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তারা আশা করেন বর্তমান সরকার ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাব দেবে। ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারাও এই সংস্কার প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। দলের নেতাদের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা পর্যন্ত “সবচেয়ে বেশি বিক্ষুব্ধ” এবং তারা “স্বৈরাচারী সরকারের কর্তাব্যক্তিদের” বিচার দাবি করেন। এ জন্য তারা একটি স্বাধীন বিচারব্যবস্থা চান এবং প্রতিশ্রুতি দেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তবে অসমাপ্ত বিচার কাজ স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে।

এছাড়াও, বিএনপি দ্রুত নির্বাচন-সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। তবে, প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া সম্পর্কে সালাউদ্দিন আহমেদ জানান, তিনি সুনির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করেননি, বরং সব দলের কথা শুনে একটি সময়োপযোগী সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।

জামায়াতের লক্ষ্য: অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে সমতল মাঠের নির্বাচন

রাত ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি জানান, তারা দেশে “অর্থবহ কিছু সংস্কার” এবং “কিছু বিচার” দাবি করেছেন। জামায়াত চায়, এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটি সমতল মাঠের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বা কালোটাকার ছড়াছড়ি থাকবে না।

ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছর মানুষ তিনটি নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে, এবার তারা নিঃসংকোচে নিজেরা সেই অধিকার প্রয়োগ করতে চায়।” জামায়াত কারও পদত্যাগ চায়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে দেশের বিদ্যমান অস্থিরতা দূর হবে বলে তারা আশাবাদী। ডা. ইউনূস তাদের কথা গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং একটি “সুন্দর ও যেনতেন নির্বাচন” দেখতে চান বলে জানিয়েছেন। জামায়াত আশা করছে, সংস্কার শেষ হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে কিংবা রোজার পরপরই নির্বাচন হতে পারে।

এনসিপির পাঁচ দফা দাবি

রাত সাড়ে আটটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যদিও তাদের বিস্তারিত দাবি জানানো হয়নি, তবে এনসিপি প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব দলের মতামত শোনার পর একটি সময়োপযোগী সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে, যা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews