1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাম্প বললেন ‘হামলা করতেও পারি’, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

ট্রাম্প বললেন ‘হামলা করতেও পারি’, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা—এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তারা।

ব্লুমবার্গ বলছে, ইরানের ওপর হামলা নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে, যদিও সূত্র বলছে, সপ্তাহান্তেই হামলা হতে পারে। অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত বাস্তবায়ন স্থগিত রেখেছেন। ট্রাম্প আশা করছেন, ইরান তাঁর শর্তে রাজি হতে পারে।

রয়টার্সের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ নিতে পারে। একইসঙ্গে বুধবার ট্রাম্প জানান, তিনি আবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন।

ইরানের পক্ষ থেকেও জবাব এসেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, তবে তা আমেরিকার জন্য হবে “অপূরণীয় ক্ষতির” কারণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি এটা (হামলা) করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।” তিনি আরও বলেন, “ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদি তারা আত্মসমর্পণ না করে, তবে তাদের জন্য শুভকামনা রইল।”

ট্রাম্পের মতে, ইরানের পরমাণু কর্মসূচি ত্যাগে এখনো বেশি দেরি হয়নি এবং আসছে সপ্তাহ হতে পারে “খুবই বড়”।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews