1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন হার ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারণে ৫ ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হারকে ভিত্তি ধরা হয়। সাম্প্রতিক সময়ে ওই বন্ডগুলোর সুদহার কমে যাওয়ায় মুনাফার হারও হ্রাস করা হয়েছে।

নতুন হারে, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১১.৮৩ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৪০ শতাংশ। একই বিনিয়োগ সীমায় তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে হার কমে এসেছে ১১.৮২ শতাংশে, আগের হার ছিল ১২.৩০ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা কমে দাঁড়িয়েছে ১১.৯৮ শতাংশ, যা আগে ছিল ১২.৫৫ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে হার ১১.৯৩ শতাংশ, আগে ছিল ১২.৫০ শতাংশ। ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবেও একই হারে কমেছে মুনাফা। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রেও হারের একই ধারা অনুসৃত হয়েছে, তবে কিছু ক্ষেত্রে তা আরও সামান্য কম।

এছাড়া, প্রায় সব ধরনের সঞ্চয়পত্রে প্রথম চার বছর বা প্রাথমিক পর্যায়ে ধাপে ধাপে কিছুটা কম হারে মুনাফা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে অপেক্ষাকৃত কম আয় নিশ্চিত করবে।

অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক সুদহারের প্রবণতা ও বাজারের আর্থিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তারা সতর্ক করছেন যে, এই পদক্ষেপে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ও নির্ভরশীল শ্রেণির লোকদের জন্য আর্থিক চাপে পড়ার ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews