বাঘারপাড়ায় ভীমরুলের কাঁমড়ে সাবিনা খাতুন (৩৫ ) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
উপজেলার নারিকেলবাড়িয়ায় নিহতের বাড়িতে রোববার ঘটনাটি ঘটে।
মৃত সাবিনা খাতুন উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের আলী ইয়াকুব্বারের স্ত্রী।তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের মা।
স্থানীয়রা জানান, রোববার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় ভীমরুল উড়ে এসে তাকে হুল ফোটাতে শুরু করে । তার ডাক-চিৎকা্রে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে যন্ত্রনা কাতর সাবিনা কে স্থানীয় ডাক্তার দেখিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান তিনি।
সোমবার সকালে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নারিকেলবাড়িয়ার ইউপি সদস্য তরিকুল ইসলাম ভীমরুলের কাঁমড়ে গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানান।
নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার গৃহবধু সাবিনার ভীমরুলের কাঁমড়ে মৃত্যুর বিষয় শুনেছেন বলে জানান।