1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত জেরে হামলায় আহত মা-মেয়ে, থানায় অভিযোগ রাতের মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কড়া নিরাপত্তায় কাবা শরিফে পবিত্র গোসল, অংশ নেবেন সৌদি বাদশাহ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন, প্রস্তুতি শেষের নির্দেশ ডিসেম্বরে মা-বাবার জন্য যেভাবে দোয়া করবেন ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু দেবহাটা পারুলিয়ায় স্যানিটারী ন্যাপকিন তৈরীর যন্ত্রপাতি ও উপকরণ সামগ্রী বিতরণ  হেলমেট-বুলেটপ্রুফে আদালতে পলক, কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ২০২৪ সালের গণহত্যার দায়ীদের বিচার করতেই হবে-সোহেল তাজের মন্তব্য মির্জা ফখরুল: ‘দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে আনা দেশের জন্য মঙ্গল’

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮ জন খবরটি পড়েছেন
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা

আর্থিক সহায়তা না পেয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত ওই কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলাকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে। এমনকি মঙ্গলবার টাকা দেওয়ার তারিখ দেওয়া হলেও আজও টাকা দেওয়া হয়নি।

জানা গেছে, সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিরা মঙ্গলবার দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। দীর্ঘ তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর জানান, সেদিন (মঙ্গলবার) টাকা দেওয়া সম্ভব হবে না। তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন।

এরই মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানে ভাঙচুর চালানো হয়। এ সময় ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ সেখানে উপস্থিত ছিলেন।

আহত মামুন হোসেন নামে একজন বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন, এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান। তিনি অভিযোগ করেন, আহতরা চিকিৎসার অর্থের জন্য আবেদন করলেও বারবার তাদের টাকা দেওয়া হবে বলে ঘোরানো হচ্ছে।

এ বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, “জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন।”

দ্বিতীয় ধাপের টাকা না দিয়ে বারবার আহতদের ঘোরানোর অভিযোগের বিষয়ে কামাল আকবর ব্যাখ্যা করেন, আহতদের মধ্যে গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। যারা এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews