আর্থিক সহায়তা না পেয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত ওই কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলাকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে। এমনকি মঙ্গলবার টাকা দেওয়ার তারিখ দেওয়া হলেও আজও টাকা দেওয়া হয়নি।
জানা গেছে, সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিরা মঙ্গলবার দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। দীর্ঘ তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর জানান, সেদিন (মঙ্গলবার) টাকা দেওয়া সম্ভব হবে না। তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন।
এরই মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানে ভাঙচুর চালানো হয়। এ সময় ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ সেখানে উপস্থিত ছিলেন।
আহত মামুন হোসেন নামে একজন বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন, এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান। তিনি অভিযোগ করেন, আহতরা চিকিৎসার অর্থের জন্য আবেদন করলেও বারবার তাদের টাকা দেওয়া হবে বলে ঘোরানো হচ্ছে।
এ বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, “জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন।”
দ্বিতীয় ধাপের টাকা না দিয়ে বারবার আহতদের ঘোরানোর অভিযোগের বিষয়ে কামাল আকবর ব্যাখ্যা করেন, আহতদের মধ্যে গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। যারা এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে দেওয়া হবে।