নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের একদিন পর সাব্বির রহমান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা আছির উদ্দিন।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ১৪ বছরের সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সাব্বিরের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন তার দাদা আছির উদ্দিন। নাতির এমন মর্মান্তিক দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পথেই তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি হাবিবুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।