ফরিদপুর প্রতিনিধিঃ জেলার নগরকান্দা উপজেলায় চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে্ন।
উপজেলার ডাংগী ইউনিয়নের ভুবুকদিয়া -কৃষ্ণপুর রেল্ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হচ্ছেন- ওই ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওহেদ মোল্লা (৪০) ও একই ইউনিযনের পোড়াদিয়া গ্রমের শাহেদ আলীর ছেলে লিটন মোল্লা (৩০)।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, নিহতরা ধান মাড়াই মেশিন নিয়ে ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা রাজশাহীগামি মধুমতি আন্তঃনগর ট্রেনে কাটা পড়েন।
ফরিদপুর রেলওয়ে স্টেষন মাষ্টার মাসুদ রানা বলেন, ওই রেল ক্রসিংটা অনুমোদিত নয়। অবৈধ রেল্ক্রসিং এর ব্যাপারে আইঙ্গত ব্যাবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশ কে জানানো হয়েছে।