টেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে এবং কমিটি গঠনের পর ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের দেশে ও বিদেশে সরকারি খরচে পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে আদালতকে প্রতি মাসে এই নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে, যাতে কোনো ধরণের ব্যর্থতা না থাকে।
হাইকোর্টের আরেকটি নির্দেশনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ যুক্ত করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে।
উল্লেখ্য, গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়, যার প্রেক্ষিতে এই রুল ও নির্দেশনা দেওয়া হলো।