1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোটে স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী, প্রশিক্ষণে যাচ্ছে পুলিশ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ভোটে স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী, প্রশিক্ষণে যাচ্ছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সোমবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নিতে বলেছেন। পাশাপাশি ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সদস্যদের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই তথ্য প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সেনাবাহিনীর পক্ষ থেকেও ৬০ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এছাড়া প্রশাসনের রদবদল নিয়েও সভায় আলোচনা হয়। যেসব এলাকায় প্রয়োজন, সেখানে রদবদল করা হবে বলে সিদ্ধান্ত হয়। তবে সারাদেশে একযোগে রদবদল হবে না বলেও তিনি জানান।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা প্রসঙ্গে বলা হয়, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, মিলিটারি সেক্রেটারি এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews