ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি এলাকার কালী ও দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
পরদিন সকালে এলাকার বাসিন্দা ভজন শীল প্রথম ভাঙচুরের বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মন্দির পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, জেলা পুলিশের খরচে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করা হবে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্দির কর্তৃপক্ষ মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পূজা উদযাপন পরিষদের নেতারা মন্দিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।