বিডিটেলিগ্রাফ ডেস্ক।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি ৫০ মিটার ইভেন্টে নিজেদের সেরা টাইমিং ছুঁতে পারেননি।
শনিবার ৫০ মিটার ফ্রি স্টাইলে অ্যানি আক্তার ৩১.৩৯ সেকেন্ডে ১০৪ জন প্রতিযোগীর মধ্যে ৯২তম হন। তার আগের সেরা সময় ছিল ৩১.০৫ সেকেন্ড। একই দিনে ৫০ মিটার ব্যাক স্ট্রোকে রাফি ২৭.২১ সেকেন্ডে ৬৩ জনের মধ্যে ৫৫তম স্থান লাভ করেন, যা তার আগের ২৬.৯০ সেকেন্ড সময়ের চেয়ে ধীর।
এর আগে দুজনই ১০০ মিটার ইভেন্টে নিজেদের সেরা টাইমিং করেছিলেন। মোট চারটি ইভেন্টে অংশ নেন তারা।