ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের লক্ষ্য করে স্কলারশিপের নামে প্রতারণার একটি ঘটনা সামনে এসেছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) কতিপয় প্রতারক চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্রকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরী স্যারের নাম ও ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। একটি ভুয়া মোবাইল নম্বর (০১৮৬৯০৯৯৬১৯) থেকে স্কলারশিপ প্রদানের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উক্ত নম্বরটি মোহাম্মদ শাহ আলম চৌধুরী বা ডিআইইউ এর কোনো অফিসিয়াল নম্বর নয়।
এ বিষয়ে মোহাম্মদ শাহ আলম চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক সতর্কতামূলক পোস্টে লিখেছেন, “সাবধানতা সংক্রান্ত বিজ্ঞপ্তি:কতিপয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের কাছে স্কলারশিপ প্রদানসহ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফোন করছে। এ নম্বরটি আমাদের নয়। আমাদের পরিচিতজনদের এ ধরনের কলের রেসপন্স না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতোমধ্যে বিষয়টি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে এ ধরনের সন্দেহজনক বার্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা দাবি গ্রহণ না করতে।