বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের মুম্বাইয়ে ৮০ বছর বয়সী এক ব্যক্তি অনলাইনে প্রেম ও সহানুভূতির ফাঁদে পড়ে প্রায় ৯ কোটি রুপি হারিয়েছেন। প্রায় দুই বছর ধরে চার নারী পরিচয়ে একই ব্যক্তি তার কাছ থেকে ৭৩৪টি লেনদেনে এই অর্থ হাতিয়ে নেন।
২০২৩ সালের এপ্রিলে ‘শারভি’ নামে এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রতারণার সূত্রপাত হয়। পরে হোয়াটসঅ্যাপে বার্তালাপ শুরু হলে শারভি অসুস্থ সন্তানের চিকিৎসার অজুহাতে অর্থ চাইতে থাকেন। এরপর ‘কবিতা’ নামে আরেক নারী নিজেকে শারভির পরিচিত বলে পরিচয় দিয়ে অশ্লীল বার্তা পাঠিয়ে অর্থ আদায় করেন।
পরে ‘দিনাজ’ নামে এক নারী নিজেকে শারভির বোন দাবি করে জানান, শারভি মারা গেছেন। তিনি হাসপাতালের বিল পরিশোধের জন্য টাকা চান এবং অর্থ না পেলে আত্মহত্যার হুমকি দেন। কিছুদিন পর ‘জেসমিন’ নামে আরেক নারী নিজেকে দিনাজের বন্ধু বলে পরিচয় দিয়ে সাহায্যের আবেদন করেন।
সব সঞ্চয় ফুরিয়ে গেলে ওই ব্যক্তি পুত্রবধূর কাছ থেকে ২ লাখ রুপি এবং ছেলের কাছ থেকে ৫ লাখ রুপি ধার নেন। ছেলের সন্দেহ হলে পুরো ঘটনা ফাঁস হয়। প্রতারণা বুঝতে পারার পর বৃদ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তার ডিমেনশিয়া ধরা পড়ে।