দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
দৌলতপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আক্কাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সফল আত্মকর্মী শ্রেষ্ঠ কৃষক ও উদ্যোক্তা মোঃ নাশির উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম,সফল আত্মকর্মী মোছাঃ ফিরোজা খাতুন, পি কে এস এফ এনজিও প্রতিনিধি পলাশ আহমেদ, ছাত্র সমন্বয়ক মোঃ রাকিবুল ইসলাম রকি, সেবা সংস্থা প্রতিনিধি প্রিয়াংকা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা যুব সমাজকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্ববান জানান এবং সফল আত্মকর্মী হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণ, গবাদি পশু পালন, মৎস্য চাষসহ নানাবিধ ক্ষুদ্র বিনিয়োগ করে নিজেকে চাকরির পিছনে না ছুটে সফল আত্মকর্মী হিসেবে নিজেকে তৈরী করে দেশ গড়ার আহ্ববান জানান। পাশাপাশি যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং মাদক থেকে দুরে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে সফল আত্মকর্মীদের মাঝে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।