দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি“ প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় একটি র্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। তিনি বলেন, আমরা মাছ চাষে সাফল্য দেখিয়েছি। এখন দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছগুলো আমাদের রক্ষা করার জন্য অভয়াশ্রম গরড় তুলতে হবে। তিনি উপজেলার সকল নাগরিককে তাদের ডোবা, নালা, খাল, বিল ও পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ ও সংরক্ষণের আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসতাক আহমেদ, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম, সহ মৎস্যচাষীরা বক্তব্য রাখেন । এরপর সফল মৎস্যচাষীদের সম্মননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।