সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত পাথর জব্দ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিল থেকে এসব পাথর জব্দের পর তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
ডিসি সারোয়ার আলম বলেন, “আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব।” তিনি জানান, ট্রাকে প্রথমে সাদাপাথর তুলে তার ওপর এলসি পাথর দিয়ে আড়াল করা হচ্ছিল। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
দায়িত্ব গ্রহণকালে ডিসি সারোয়ার বলেন, “সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই হতে হবে, যাতে পরিবেশের ক্ষতি না হয়।” তিনি আরও বলেন, জনগণই সরকারের শক্তি, আর জনগণের সহযোগিতায় লুটপাট বন্ধ করে স্থায়ী সমাধান করা হবে।