বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে একটি চা দোকানের মাসিক বিদ্যুৎ বিল এক ঝটকায় দাঁড়ায় ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা। হঠাৎ এ বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়েন দোকানি অপূর্ব কুন্ডু ও তার পরিবার।
স্থানীয়রা জানান, লখপুর বাজারে বহু বছর ধরে কুন্ডু পরিবার চায়ের দোকান চালাচ্ছেন। দোকানে কেবল দুটি বাল্ব, একটি ফ্যান ও একটি ফ্রিজ ব্যবহার হয়। সাধারণত প্রতি মাসে তাদের ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিল আসত। গত মাসেও অতিরিক্ত বিল আসার পর তা সংশোধন করে দেওয়া হয়েছিল।
চলতি মাসে অস্বাভাবিক উচ্চ বিল দেখে দোকানি বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানান। পরে কর্মকর্তারা এসে বিলটি নিয়ে যান এবং সংশোধন করে ৩১০ টাকার নতুন বিল দেন।
ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, বিলিং সহকারীর ভুলে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্মীকে শোকজ করা হয়েছে।
স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেছেন, মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করায় বারবার এ ধরনের ভোগান্তি হচ্ছে। এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে বাগেরহাটে এক চা দোকানিকে ১৩ লাখ টাকারও বেশি বিল করা হয়েছিল, যেখানে প্রকৃত বিল ছিল মাত্র ১৬২ টাকা।