নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে সিঁড়ির নিচে আটকে মারুফ হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনয়নের কলবাড়ি গ্রামে। স্থানীয় একটি কাঁকড়ার হ্যাচারীতে শ্রমিক হিসেবে কর্মরত ঐ তরুণ একই গ্রামের কামরুল সরদারের ছেলে।
আকবর হোসেন নামের তার এক নিকটাত্মীয় জানান, দুপুরের দিকে বন্ধুদের সাথে মিলে সে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে মাছ ধরার জন্য ডুব দিয়ে সিঁড়ির নিচে ঢুকে যায়। বেশ কিছু সময় পরেও সে বেরিয়ে না আসার কারনে অন্যরা টেনে হিঁচড়ে তাকে বাইরে নিয়ে আসে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও চিকিৎসকরা মারুফকে মৃত ঘোষণা করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।