নড়াইল প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামে ঘেরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো আমেনা খাতুন (৭) ও তার ভাই নাফিস মোল্যা (৬)। তারা স্থানীয় কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মা রোকাইয়া বেগম ঘেরপাড়ে পাটের আঁশ ছাড়ানোর সময় শিশুরা খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে নেমে ডুবে যায়। পরে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।