দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দিনাজপুর ও খুলনার পর এবার ফেসবুকে প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে কুষ্টিয়ায় এলেন শি জিং ইউ (২৮) নামে এক যুবক। গত শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে পৌঁছান। এরপর দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন এবং বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি আদালতে হলফনামার মাধ্যমে তার নতুন নাম রেখেছেন সোহান আহাম্মেদ। প্রেমিক শি জিং ইউ চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার বৃষ্টির সাথে ফেসবুকে পরিচয় হয় এই চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে আসেন। চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।
কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামে এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন। ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।